BRAKING NEWS

আজ পঞ্জাবে দলীয় বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল

মোহালি, ২০ মার্চ (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্জাবের দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক বসবেন।

আপ বিধায়কদের সভা মোহালিতে অনুষ্ঠিত হবে এবং কেজরিওয়াল দুপুর ১২টায় দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
আপ সম্প্রতি সমাপ্ত পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের ৯২টি আসন জিতে সরকার গঠন করেছে। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ ভগবন্ত মান গত ১৬ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ১৭ মার্চ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ পঞ্জাবের নবনির্বাচিত বিধায়করা সদস্য হিসাবে শপথ নেন।

শনিবার পঞ্জাবের ভগবন্ত মান নেতৃত্বাধীন মন্ত্রিসভায় একজন মহিলা সহ দশজন আপ বিধায়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। চণ্ডীগড়ের পঞ্জাব ভবনে পঞ্জাবের গভর্নর বানোয়ারিলাল পুরোহিত ১০ জন মন্ত্রীকে শপথ পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *