BRAKING NEWS

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তির অধিকারী পরিবারের দিকে

কলকাতা, ১৬ মার্চ (হি. স.) : নাম না করে কাঁথির অধিকারী পরিবারকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “পিতা-পুত্র সব দীর্ঘজীবী হোক।“

বুধধবার বিধানসভা অধিবেশনে ভাষণ দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নন্দীগ্রাম লুঠ করার জন্য পুলিশের সঙ্গে কানাকানি কথা বলতে দেখেছি। কিন্তু কাঁথির পুলিশকর্মী কী ভাবে মারা গেলেন? তাঁর স্ত্রী তো এফআইআর করেছিলেন। তার কোনও সমাধান হল না কেন?

মমতার বক্তৃতার শুরুতেই এদিন উঠে আসে বাজেট অধিবেশন শুরুর দিনের বিজেপি-র বিধায়কদের বিক্ষোভের প্রসঙ্গ। মমতা জানান, তিনি সব প্রশ্নের জবাব দেবেন। অর্থাৎ রাজ্যে এ যাবৎ হওয়া বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারেন। বাজেটের নির্ভয়া তহবিল নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি-র মহিলা বিধায়কেরা। মমতা জানান, নির্ভয়া ফান্ডে ৯২ কোটি টাকা এসেছিল। তার মধ্যে ৫৪ কোটি টাকা খরচ হয়েছে। বাকি খরচ হবে।

গত সোমবার থেকে রাজ্যের বাজেট অধিবেশনে শুরু হয়েছে। তারপর বাজেট প্রসঙ্গে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। সেক্ষেত্রে রাজ্যে সাম্প্রতিক দুই কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রসঙ্গও মমতার বক্তৃতায় উঠে আসে। দুই কাউন্সিলরের মৃত্যু নিয়েও বললেন মমতা। তিনি বলেন, ‘‘অনুপম ভাল ছেলে, মারা গিয়েছে আর ঝালদায় কাউন্সিলরের মৃত্যর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শীতলখুচিতে ভোটের সময় চারজন মারা গেল তাদের বিচার হচ্ছে না। তদন্তের জন্য ডাকা হলে জবাব আসছে, ভার্চুয়ালি হাজিরা দেব।’’ মমতা বলেন, ‘‘তুমি অভিযোগ করে এখন পালিয়ে যাচ্ছ। তার মানে কি তুমি বিচার ব্যবস্থাকে ভুল পথে চালিত করছ?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *