BRAKING NEWS

আবারও পানীয় জলের দাবিতে পথ অবরোধ

শিলাছড়ি, ১৫ মার্চ : পরিস্রুত পানীয় জলের দাবিতে আইলমারা থেকে শিলাছড়ি যাওয়ার রাস্তায় অবরোধ করেন স্থানীয় জনগণ। সংবাদ সূত্রে জানা গেছে, আইলমারা এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন। পানীয় জলের সমস্যার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ এবং ডিডাব্লিউএস দপ্তরের কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে। আশ্বাসবাণী ছাড়া বাস্তবে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে  অপরিস্রুত পানীয় জল পান করে নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন। শেষ পর্যন্ত বাধ্য হয়েই মঙ্গলবার সকাল থেকে আইলমারা শিলাছড়ি সড়কের আইলমারা এলাকায় পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হয়।অবরোধের ফলে ওই সড়কপথে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন। অবরোধকারীদের প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে খুব শীঘ্রই তাদের জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *