Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল পাঁচটি বাড়ি, আহত একজন দমকল কর্মী

শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.): শ্রীনগরের বাতমালু এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে পাঁচটি বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকল কর্মী। রবিবার গভীর রাতে বাতমালুর ডাণ্ডারখা এলাকার হামজা কলোনিতে অবস্থিত একটি বাড়িতে প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী আরও চারটি বাড়িতে।

স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন দমকলে, কিন্তু ততক্ষণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। আগুনের গ্রাসে চলে আসে পাঁচটি। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও সারারাতই জ্বলতে থাকে বাড়িগুলি, পাঁচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় সোমবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় একজন দমকল কর্মী আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।