BRAKING NEWS

BJP : অখিলেশের নামে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির, ধর্মেন্দ্র বললেন জনাদেশ মানতে হবে

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নামে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বুধবার নির্বাচন কমিশন থেকে বেরোনোর পর অখিলেশের বিরুদ্ধে তোপ দেবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জনাদেশ মেনে নেওয়া উচিত আপনার, আপনিও এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই জিতেছিলেন।

ভোটের দু’দিন পরেও অন্য দুঃশ্চিন্তায় সমাজবাদী পার্টির শিবির, ইভিএম পাহারায় ব্যস্ত অখিলেশরা। বিজেপির বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ তুলে বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, “উত্তর প্রদেশের এই লড়াই গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে হেরে গেলে দেশের স্বাধীনতার লড়াইয়ের মতো করে যুদ্ধে নামতে হবে। দলের সমস্ত কর্মকর্তাকে বলছি, সতর্ক থাকুন। ভোট চুরি হতে দেবেন না।”

অখিলেশের এই মন্তব্যের প্রেক্ষিতেই বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন নির্বাচন কমিশনে যান ধর্মেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি ও কিশান রেড্ডি প্রমুখ। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। উত্তর প্রদেশে পরাজয়ের ভয়ে রয়েছেন অখিলেশ যাদব, সেই ভয়ে তিনি মরিয়া হয়ে উঠেছেন। তিনি গতকাল যে ভাষা ব্যবহার করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *