দার্জিলিং, ১৯ জানুয়ারি (হি.স.) : রানওয়ের প্রয়োজনীয় সংস্কারের জন্য আগামী এপ্রিল মাসে একটানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দরে।
সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার তরফেই রানওয়েতে জরুরী মেরামতির কাজ চলছে বাগডোগরা বিমানবন্দরে। বায়ুসেনা দেড় বছর ধরে রাতেই কাজ করছিল। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানিয়েছেন, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। তাই ১৫ দিন মতো বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই আবেদন মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার-সহ দার্জিলিংয়ের জেলাশাসককে জানানো হয়েছে। সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি অসামরিক বিমান ওঠানামা করে। গড়ে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। উত্তরবঙ্গের এই একমাত্র বিমানবন্দর গোটা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। ফলে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বন্ধ থাকলে ব্যবসায়ী মহল থেকে শুরু করে পর্যটক মহল চরম সমস্যায় পড়বেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখান থেকে উড়ানে প্রায় প্রতিদিন বহু রোগীকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ফলে চিন্তায় সাধারণ নাগরিকরাও।

