চন্ডীগড়, ৬ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিরোজপুর সফরের সময় নিরাপত্তায় ঝুঁকির ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল পঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিং গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা। এরই মধ্যে, এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি পঞ্জাবের মুখ্যসচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে।
বুধবার পঞ্জাবের হুসেইনিওয়ালায় জাতীয় শহিদ স্মারকে একটি কর্মসূচির পর ফিরোজপুরে একটি জনসভা ছিল প্রধানমন্ত্রী মোদীর। ঠিক ছিল, সকালে ভাটিন্ডা বিমানবন্দরে নেমে কপ্টারে গন্তব্যে পৌঁছবেন তিনি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দেন প্রধানমন্ত্রী। ওই যাত্রাপথে একটি উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ নিয়ে সরব হয়েছে বিজেপি। পঞ্জাব সরকারের নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যাবতীয় অভিযোগ অবশ্য খারিজ করে দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। যাইহোক, প্রধানমন্ত্র্রীর সফরের সময় নিরাপত্তায় ঝুঁকির ঘটনায় এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করল পঞ্জাব সরকার।

