নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): কোভিডের প্রকোপ ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে, সাধারণ মানুষ তো আক্রান্ত হচ্ছেনই। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর শরীরে থাবা বসিয়েছে করোনা। করোনা-পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই নিজেকে নিভৃতবাসে রেখেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই টুইট করে জানিয়েছেন, “আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে ঘরের মধ্যেই আইসোলেশনে রেখেছি। আমার সান্নিধ্যে আসা সকলকে অনুরোধ করছি, সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

