BRAKING NEWS

Firhad Hakim: কলকাতার মেয়র পদে শপথ ফিরহাদের, বললেন সেবক হিসেবে কাজ করতে চাই

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): কলকাতার ৩৯ তম মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। মেয়রের পাশাপাশি চেয়ারপার্সন, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদেরাও শপথ নিয়েছেন এদিন। চেয়ারপার্সন হিসেবে শপথ নিয়েছেন মালা রায়। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পুরভবন এদিন সাজিয়ে তোলা হয়। এই প্রথম পুরভবনের ভিতরের লনে মঞ্চ তৈরি করে শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০১৫ সালে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে। শোভনবাবুর আগে অবশ্য সমস্ত মেয়রই শপথ নিয়েছিলেন কলকাতা পুরভবনের সভাকক্ষে। এ বার ঘটেছে ব্যতিক্রম। পুরসভার লনে মঞ্চ তৈরি করে মেয়রের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ নেওয়ার পরেই মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হয়। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ জানিয়েছেন, “আমরা সবাই সেবক। প্রধান সেবক হিসেবে কাজ করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *