BRAKING NEWS

ত্রিপুরা : ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত, শুরু ২৮ ডিসেম্বর থেকে

আগরতলা, ২৩ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরা মন্ত্রিসভা ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ন্যুনতম সহায়ক মূল্যে ওই ধান ক্রয়ে মন্ত্রিসভা গত মঙ্গলবার অনুমোদন দিয়েছে। সে মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর থেকেই ত্রিপুরায় ৩৫টি ধান সংগ্রহ কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। কৃষকদের খুশির খবর হল, গত বছর ১৮.৬৮ টাকা কেজি দরে ধান ক্রয় করা হয়েছিল। এবার দাম বেড়ে ১৯.৪০ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। তাতে, কৃষকরা গত বছরের তুলনায় আরো বেশি আর্থিকভাবে উপকৃত হবেন। ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য ৪৫.৬৮ কোটি টাকা খরচ বহন করবে।


কৃষি ও কৃষক কল্যাণ দফতরের জনৈক আধিকারিকের কথায়, গত বছরের তুলনায় এবছর ধান সংগ্রহ কেন্দ্রের সংখ্যায় দুইটি বাড়ানো হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে ক্রিস্টমাস এবং ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কৃষকরা খুশির মুখ দেখবেন। তাঁরা উত্পাদিত ফসলের জন্য গত বছরের তুলনায় এবছর বেশি মূল্য পাবেন। তিনি জানান, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর সরাসরি কৃষকদের কাছ থেকে ভর্তুকি মূল্যে ৭২,৯৫৫ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *