BRAKING NEWS

পাহাড়ে তিপরা মথার দুর্বলতার সুযোগ ঘরে তুলতে সচেষ্ট বিজেপি

ছামনু, ২২ ডিসেম্বর : পাহাড়ে সংগঠন বৃদ্ধির জন্য কৌশলে এগিয়ে চলেছে শাসক দল বিজেপি। এডিসি নির্বাচনে তিপরা মথার জয়জয়কারে শাসক শিবির কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিল। কিন্ত, নির্বাচন পরবর্তী প্রতিশ্রুতির খেলাপ তিপরা মথার প্রতি মানুষের মোহভঙ্গে সহায়তা করছে বলে দাবি বিজেপির। এরই পরিনাম হিসেবে ছামনুর মানিকপুর টাউন হলে যোগদান সভায় তিপরা মথা ছেড়ে বেশ কয়েকজন বিজেপি-তে যোগ দিয়েছেন।


প্রসঙ্গত, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। বিগত নির্বাচনে এডিসি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তিপরা মথা। বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও জেলা পরিষদ এলাকায় কোন ধরনের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়নি। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দল জেলা পরিষদ এলাকার সংখ্যাগরিষ্ঠ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে।


কিন্ত, নির্বাচনের আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও তার দল জেলা পরিষদ এলাকার জনজাতি অংশের মানুষজনকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনে অক্ষমতার পরিচয় দিচ্ছে। তাতে উপজাতি জনগণের একাংশের মধ্যে চাপা ক্ষোভ ক্রমশই প্রকাশ্যে চলে আসতে শুরু করেছে। সেই সুযোগকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে শাসক দল বিজেপি। বিজেপির বিধায়ক সহ অন্যান্য দলীয় নেতাদের জেলা পরিষদ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশেষ করে উপজাতি নেতারা যাতে প্রত্যেক এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন সেজন্য দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।


ইতিমধ্যেই জেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে প্রদ্যুৎ কিশোরের দল ভাঙ্গিয়ে বিজেপি দলে যোগদানের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। লংতরাইভ্যালী মহকুমার ছামনুর মানিকপুর টাউনহলে বুধবার এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় বেশ কয়েকজন তিপরা মথা ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। এদিনের যোগদান সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ছামনুর বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধায়ক শম্ভুলাল  চাকমা।


যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, পাহাড়ে ক্রমশই গুরুত্বহীন হয়ে পড়তে শুরু করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপরা মথা দল। ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সম্পর্কে উপজাতি অংশের মানুষের মোহভঙ্গ হতে শুরু করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এখনো যারা তিপরা মথা দলে রয়েছেন তাদেরকে বিজেপির পতাকা তলে শামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *