BRAKING NEWS

Reception : নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ধর্মনগর বাজার কমিটির পক্ষ থেকে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, মন্ডল সভাপতি শ্যামল নাথ এবং নবনির্বাচিত কাউন্সিলরদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা সভায় মুখ্য বক্তা বিশ্ব বন্ধু সেন বলেন পুর পরিষদের মধ্যে যারা রয়েছে তাদেরকে নগর উন্নয়নের জন্য অবশ্যই কর দিতে হবে। শুধুমাত্র হাসপাতাল বাদে সরকারি-বেসরকারি সবাইকে সম্পদ কর, জল কর এবং বিদ্যুৎ কর দেওয়ার জন্য ইতিমধ্যেই বিল আনা হচ্ছে ।

বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ বাজার তৈরি করা হবে ।টাকা বরাদ্দ হয়ে গেছে। আগের পুর পরিষদকে অকর্মণ্য বলে সম্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ৪৮ জনের জায়গায় ১০২ জন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে বাঁকা পথে টাকা নেওয়া হয়েছিল তাদেরকে ঘর দেওয়া হবে বলে ।আগের সরকারের একটাই মুখ্য উদ্দেশ্য ছিল, তোরা যা খুশি তাই কর, না যে কোনো নির্বাচনে শুধু কাস্তে-হাতুড়ি ধর। হার্মাদরা যেকোনো সময় আগুন লাগাতে পারে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন। যতবারই বাজরের উন্নয়নের কথা হয়, সব বার সিপিএমের হার্মসরা আগুন লাগিয়ে দিয়েছে ।এটা একটা ধর্মনগর বাসির অভিজ্ঞতা ।এত বড় হার্মাদ যেকোনো সময় ক্ষনিকের লাভ দেখিয়ে ধ্বংস করে দিতে পারে ।তাই ধর্মনগর বাসীকে তাদের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করে দেন উপাধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *