BRAKING NEWS

বিএসএফের বিরুদ্ধে মমতার প্রচার নিয়ে ফের সরব শুভেন্দু

কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) : বিএসএফ-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সতর্কবার্তা দেন তিনি। এ ছাড়া সম্প্রতি নাগাল্যান্ডে সেনাদের গুলিতে ১৫ নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “তিনি বারবার অপরাধ করছেন, ইচ্ছাকৃতভাবে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। অনুগ্রহ করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করুন এটিকে বিবেচনা করার জন্য। রাজ্যপাল জগদীপ ধনকর অনুগ্রহ করে বিষয়টি রাষ্ট্রপতি ভবনকে জানান।“

অপর টুইটে লিখেছেন, “আমি আশ্চর্য হচ্ছি যে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য রাখতে এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সমুন্নত রাখার কথায় যিনি শপথ নিয়েছেন, বারবার বিএসএফ-কে অপদস্ত করতে পারে। বিএসএফ ঠিক সেটাই করে যার জন্য তাঁদের নিযুক্ত করা হয়েছে।“ এই সঙ্গে মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজ্যের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট বক্তৃতার ভিডিও যুক্ত করেছেন শুভেন্দুবাবু। তাতে মমতা বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, বিএসএফের নয়। তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। কিন্তু বিএসএফ এখতিয়ারের বাইরে গিয়ে এখন সীমান্ত এলাকায় গ্রামগুলোর ভেতর ঢুকে পড়ছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকায় টহল দেওয়ার কথা থাকলেও বিএসএফ এখন তা মানছে না। আমাদের সীমান্তবর্তী জেলা মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মানুষ এবং প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। কারণ, বিএসএফ তাদের এখতিয়ার লঙ্ঘন করে ঢুকে পড়ছে আমাদের সীমান্ত এলাকায়। অত্যাচার চালাচ্ছে। তাই এ ব্যাপারে আমাদের রাজ্যের পুলিশ ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *