BRAKING NEWS

Newly formed : নবগঠিত জিরানীয়া নগর পঞ্চায়েত হল জনগণের নগর পঞ্চায়েত : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ আজ জিরানীয়া নগর প’ায়েত অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে জিরানীয়া নগর প’ায়েতের নবনির্বাচিত ১১ জন সদস্য সদস্যা শপথ গ্রহণ করেন৷ মঙ্গল প্রদীপ জালিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা করেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ উপস্থিত ছিলেন জিরানীয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান ম’ দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ বিশিষ্ট সমাজসেবী অমিতা বণিক, সমাজসেবী মিহির সরকার, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ নির্বাচিত ১১ জন সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন ক’ষ্ণ আচার্য৷ নির্বাচিত সদস্য হিসেবে শপথ নেন গৌরী ভৌমিক (সূত্রধর), রিতা দাস, পবিত্র দাস, সবিতা দাস, স্বদেশ ঘোষ, এলিনা চৌধুরী, পৃথিরাজ মজমদার, ফুল কুমারী সরকার, রতন কুমার দাস, শর্মিলা দেববর্মা এবং দুলাল চন্দ্র দাস৷ এর পর নব নির্বাচিত সদস্য সদস্যাগণ একটি সভায় জিরানীয়া নগর প’ায়েতের চেয়ারপার্সন হিসেবে রতন কুমার দাসকে ও ভাইস চেয়ারপার্সন হিসাবে রীতা দাসকে নির্বাচিত করেন৷ নির্বাচিত চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সনকে শপথ বাক্য পাঠ করান জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন ক’ষ্ণ আচার্য৷ চেয়ারপার্সন ইন কাউন্সিলার নির্বাচিত হন পৃথিরাজ মজমদার৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী গৌর দাস৷ শপথ গ্রহণ পর্বের পর অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, নবগঠিত জিরানীয়া নগর প’ায়েত হল জনগণের নগর প’ায়েত৷ কোন দলের নয়৷


তিনি নব নির্বাচিত সদস্য সদস্যাগণকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান৷ তিনি নির্বাচিত সদস্য সদস্যাদের অভিনন্দন ’াপন করে বলেন জনগণের প’ায়েত জনগণের কাছে উৎসর্গ করা হল আজ থেকে৷ তিনি বলেন, সকলে মিলে কাজ করে এই জিরানীয়া নগর প’ায়েতকে একটি আদর্শ নগর প’ায়েতে রূপায়িত করতে হবে৷ রাজনীতির উর্ধে উঠে কিভাবে নাগরিক পরিষেবা আরও বৃদ্ধি করা যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *