Cyclone : ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব টানা বর্ষণে ছন্দপতন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাবে ত্রিপুরায় গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে জনজীবনে বেশ ছন্দপতন হয়েছে৷ গতকাল সন্ধ্যা থেকে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শুধু আগরতলায় ৪৯.৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দফতর৷ কৈলাসহরে তার পরিমাণ ১৭.৪ এমএম৷ ফলে কখনও ঝিরঝিরে, আবার কখনও মুষলধারে বৃষ্টিপাতে নাগরিক জীবনেও প্রভাব পড়েছে৷ কারণ, রবিবাসরীয় ছুটি কাটিয়ে আজ ছিল সপ্তাহের প্রথম কাজের দিন৷ স্বাভাবিকভাবেই দিনভর বৃষ্টিপাতে দীর্ঘশ্বাস বেরিয়েছে৷ অবশ্য আবহাওয়া দফতরের দাবি, জাওয়াদ-এর প্রভাব ক্রমশ ত্রিপুরা অতিক্রম করছে৷ আগামীকাল সকাল থেকে বৃষ্টির তেমন দেখা মিলবে না৷ তবে অতি হালকা বৃষ্টিপাত হতেও পারে, সে সম্ভাবনাও আবহাওয়া দফতর উড়িয়ে দিচ্ছে না৷


রবিবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে আগরতলা শহরে রাস্তাঘাট বিশেষ জলমগ্ণ হয়নি৷ তবে রাজ্যের কিছু স্থানে রাস্তাঘাটে জল জমে গিয়েছিল৷ বিশেষ করে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় বৃষ্টির জলে রাস্তা ডুবে গিয়েছিল৷ এতে পথচারীদের ভীষণ অসুবিধা হয়েছে৷ তবে টানা মুষলধারে বৃষ্টি না হওয়ায় রাজ্যের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে৷


ঘূর্ণিঝড় জাওয়াদ-এর প্রভাব নিয়ে ত্রিপুরা প্রশাসন সতর্কতা জারি করেছিল৷ কিন্তু তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি৷ আবহাওয়া দফতরের দাবি, ঘূর্ণিঝড়ের প্রভাব ক্রমশ কেটে যাচ্ছে৷ ফলে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ সাথে শীতের আগমনও ঘটবে খুব শীঘ্রই৷ আবহাওয়া দফতরের জনৈক আধিকারিকের কথায়, দক্ষিণী হওয়ার এখনও প্রবেশ ঘটেনি৷ ফলে শীতের অনুভব হচ্ছে না৷ তবে শীঘ্রই তাপমাত্রা নামতে শুরু করবে৷


এদিকে, আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে রেখেছে ঠিকই, কিন্তু আপাতত তার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে৷ আজ দিনের সবর্োচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস৷ আবহাওয়া দফতরের তথ্য অনুসারে চলতি মরশুমে ১৭৬.৯ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ যা গত বছরের ২০৮.৭ এমএম বৃষ্টিপাতের তুলনায় অনেক কম রেকর্ড হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *