BRAKING NEWS

Rahul Gandhi : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! নাগাল্যান্ডের ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.):”ভুলবশত’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে ১২ জন গ্রামবাসী। নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তুলে রাহুল রবিবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! সরকারের কাছ থেকে সত্যিকারের জবাব চেয়েছেন রাহুল। তিনি টুইট করে লিখেছেন, “আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।”

সূত্রের খবর, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার তাদের খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলি উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সত্যিকারের জবাব চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “এটা হৃদয় বিদারক।প্রকৃত জবাব দিতে হবে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *