BRAKING NEWS

Narendra Modi: প্রাকৃতিক দুর্যোগের মতো সঙ্কটে সর্বদা অগ্রণী ভূমিকায় নৌবাহিনী : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ৪ তারিখ নৌবাহিনী দিবস। বছরের পর বছর ভারতের উপকূল রক্ষা করে চলেছে নৌবাহিনী। নৌবাহিনী দিবসে ভারতীয় নৌ বাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় নৌবাহিনীর দৃষ্টান্তস্বরূপ অবদানের জন্য আমরা গর্বিত। আমাদের নৌবাহিনীর আধিকারিকরা প্রাকৃতিক দুর্যোগের মতো সঙ্কট পরিস্থিতি প্রশমনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

৪ ডিসেম্বর নৌবাহিনী দিবস পালিত হয় ভারতে। এই দিনটিকে নৌ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ হল ১৯৭১ সালের ৪ ডিসেম্বরের একটি ঘটনা। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর। সেই আক্রমণে বীরত্ব আর সাফল্যের পরিচয় দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের স্মৃতিতে এই দিনটি পালিত হয়ে আসছে নৌ দিবস হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *