BRAKING NEWS

Inspects : শীঘ্রই চালু হচ্ছে কৈলাসহর বিমানবন্দর, পরিদর্শন করলেন এএআই’র অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ কৈলাসহরে পরিত্যেক্ত বিমানবন্দর পুনরায় সংস্কার করে চালু করার উদ্যোগ নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া৷ অবশেষে কৈলাসহরবাসী তথা গোটা অবিভক্ত উত্তর জেলার মানুষের স্বপ্ণ পূরণ হতে যাচ্ছে৷ খুব শীঘ্রই কৈলাসহরের এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ করে পুরাতন এয়ারপোর্টের সংস্কার করে বিমান পরিসেবা শুরু হবে বলে জানালেন এয়ারপোর্টে অথরিটির অধিকর্তা রাজীব কাপুর এবং কৈলাসহর পুর পরিসদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা নব নির্বাচিত কাউন্সিলার নীতিশ দে৷


পয়লা ডিসেম্বর বুধবার বেলা সাড়ে এগারোটায় হেলিকপ্ঢার দিয়ে কৈলাসহর বিমানবন্দরে আসেন এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা রাজীব কাপুর, এয়ারপোর্ট অথরিটির জয়েন্ট জেনারেল ম্যানেজার এস.ডি বর্মন, এয়ারপোর্ট অথরিটির কর্মকর্তা অতুল আগরওয়াল, আজয় সিং বাদুড়ি৷ বিমানবন্দরে অবতরনের পর উনাদের প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানান কৈলাসহর পুর পরিসদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা নব নির্বাচিত পুর পরিসদের কাউন্সিলার নীতিশ দে,ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ প্রশাসনের অন্যান্য কর্তারা৷ এরপর সবাই কৈলাসহর এয়ারপোর্টের দক্ষিণ অংশে মনু নদীর বাঁধ সহ এই এলাকাটি পরিদর্শন করে এয়ারপোর্টের উত্তর দিকে কৈলাসহর কুমারঘাটের রাস্তার অংশ পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের তহশিলদাররা এয়ারপোর্টের ম্যাপ নিয়ে উপস্থিত ছিলেন৷ এয়ারপোর্ট অথরিটির কর্মকর্তারা পরিদর্শন করার সময় স্থানীয় প্রশাসনের তহশিলদারের ম্যাপ মিলিয়ে জায়গাগুলো দেখেন৷ পরিদর্শন শেষে সবাই জেলাশাসক অফিসে যান৷


জেলাশাসক উত্তম কুমার চাকমা জেলার বাইরে থাকায় অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথের সাথে বৈঠকে মিলিত হয়৷ অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথের সাথে বৈঠকে পুর পরিসদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান নীতিশ দে, ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ এয়ারপোর্ট অথরিটির সবাই ছিলেন৷ প্রায় একঘন্টা বৈঠক অনুস্টিত হবার পর নীতিশ দে বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক উদ্যোগে এবং উনার আদেশেই খুব শীঘ্রই এয়ারপোর্টের উত্তর অংশের সাতশো মিটার জমি অধিগ্রহণ করে বাইশটি পরিবারকে পুনর্বাসন দিয়ে রানওয়ে দীর্ঘ করার কাজ শুরু হবে৷ বর্তমান এয়ারপোর্টের পশ্চিম দিকে সত্তর মিটার জায়গা অধিগ্রহণ করে এয়ারপোর্ট অথরিটির অফিস এবং গাড়ি রাখার পার্কিং স্থান গড়ে তোলবে৷


এছাড়াও নিতিশ বাবু বলেন যে, দক্ষিণ দিকে জমি অধিগ্রহণ করে রানওয়ে বাড়ানোর ফলে কৈলাসহর কুমারঘাটের মূল রাস্তা অর্থাৎ কৈলাসহরের লাইফ লাইন পরিবর্তন করা হবে৷ অতিরিক্ত জেলাশাসক সত্যব্রত নাথের সাথে বৈঠক শেষে এয়ারপোর্ট অথরিটির অধিকর্তা রাজীব কাপুর বলেন যে, রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে কৈলাসহরের বিমানবন্দর খুব শীঘ্রই চালু হবে৷ তবে, চালুর আগে জমি অধিগ্রহণ করে প্রথমেই যেসব জায়গায় বাউন্ডারি ওয়াল নেই সেসব জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মান করা হবে৷ এছাড়াও উনি বলেন এয়ারপোর্টের দক্ষিণ দিকে মনু নদী থাকার ফলে দক্ষিণ দিকে রানওয়ে বাড়ানো যাবে না৷ যারফলে এয়ারপোর্টের উত্তর দিকেই জমি অধিগ্রহণ করে রানওয়ে বাড়ানো কাজ শুরু হবে৷ এয়ার পোর্ট অথরিটি অফইন্ডিয়ার কর্মকর্তাদের কৈলাশহর সফর ঘিরে স্থানীয় জনমনে উৎসাহের সৃষ্টি হয়েছে৷কবে পুনরায় কৈলাশহর বিমানবন্দর চালু হবে এসেই প্রতীক্ষায় রয়েছেন কৈলাশহরবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *