BRAKING NEWS

ভারত সর্বদাই সিরিয়ায় হিংসা ও মানবাধিকার আইন লঙ্ঘনের নিন্দা করেছে : প্রতীক মাথুর

নিউইয়র্ক, ৩০ নভেম্বর (হি.স.): ভারত সর্বদাই সিরিয়ায় হিংসার পাশাপাশি মানবাধিকার আইন লঙ্ঘনের নিন্দা করেছে, তা সে অপরাধী যেই হোক না কেন। সিরিয়া নিয়ে ইউএনএসসি অ্যারিয়া-ফর্মুলা বৈঠক বললেন ইউএনজিএ-তে ভারতের স্থায়ী মিশনের কাউন্সেলর প্রতীক মাথুর। তিনি আরও বলেছেন, ভারত বিশ্বাস করে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেই ওই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে।

সিরিয়ায় সন্ত্রাসবাদ বৃদ্ধি প্রসঙ্গে ইউএনজিএ-তে ভারতের স্থায়ী মিশনের কাউন্সেলর প্রতীক মাথুর বলেছেন, “শাসন ​​পরিবর্তনের জন্য অবিরাম এবং বারবার আহ্বান; সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলিকে বহিরাগত সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর ফলে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে।…ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেই দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *