BRAKING NEWS

সমাজের প্রান্তিক মানুষকেও শক্তিশালী করার কাজ হয়েছে দেশ ও গোয়ায় : নাড্ডা

পানাজি, ২৫ নভেম্বর (হি.স.): সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্র চরিতার্থ করার সংস্কৃতি হল গোয়ার। ভারতীয় জনতা পার্টি সে দিকেই প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে। গোয়ায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একইসঙ্গে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারকে একযোগে সমালোচনা করে জে পি নাড্ডা বলেছেন, “মানব পাচার, মহিলাদের প্রতি অপরাধ এবং অপরাধের হারে পশ্চিমবঙ্গ এক নম্বরে। দিল্লি সরকার কিছুই করেনি, শুধুমাত্র নিজেদের বিজ্ঞাপন দেওয়ার কাজ করেছে।” বৃহস্পতিবার সকালে গোয়ার পানাজিতে মহালক্ষ্মী মন্দিরে পূজার্চনা করেছেন নাড্ডা। পরে সেখান থেকে তিনি যান গোয়ার ভালপোতে। সেখানে বিজেপি কর্মীদের সম্মেলনে অংশ নেন তিনি।
নাড্ডা এদিন বলেছেন, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্র চরিতার্থ করার সংস্কৃতি হল গোয়ার। ভারতীয় জনতা পার্টি সে এদিকেই প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে। গোয়া দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে প্রায় ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে। ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ পেয়েছেন ১২ লক্ষ মানুষ, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১০ লক্ষ প্রাপক। বাকিদের শীঘ্রই টিকা দেওয়া নিশ্চিত করবেন আমাদের কার্যকর্তারা।” নাড্ডা এদিন আরও বলেছেন, “৭০ বছর ধরে কংগ্রেস যে সরকার চালিয়েছিল, তাতে মানুষকে তাঁদের নিজেদের অবস্থাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সমাজের একেবারে শেষ প্রান্তে থাকা মানুষকেও শক্তিশালী করার কাজ দেশে ও গোয়ায় হয়েছে।…কোভিডের সময় সমগ্র দেশে সরাসরি ২০ কোটি মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রায় ১০০ বছর আগে সর্বশেষ মহামারীতে, রোগের কারণে কম মানুষ মারা গিয়েছিলেন, বেশি মৃত্যু হয়েছিল ক্ষুধার কারণে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবার ২০২২ সালের মার্চ অবধি বাড়ানো হয়েছে, যাতে দেশের কেউ অভুক্ত না থাকে।”

এদিন গোয়ায় পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারকে একযোগে সমালোচনা করে জে পি নাড্ডা বলেছেন, “মানব পাচার, মহিলাদের প্রতি অপরাধ এবং অপরাধের হারে পশ্চিমবঙ্গ এক নম্বরে। দিল্লি সরকার কিছুই করেনি, শুধুমাত্র নিজেদের বিজ্ঞাপন দেওয়ার কাজ করেছে। গোয়ার জনগণের নিশ্চিত থাকা উচিত, বিজেপিই রাজ্যে ভাল কাজ চালিয়ে যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *