BRAKING NEWS

Last lunar eclipse of the year : আগামী ১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : বছরের শেষ চন্দ্রগ্রহণ আগামী ১৯ নভেম্বর । বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর-পূর্ব অংশ থেকে ।১৯ নভেম্বরের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হয় ২৬ মে। এটি ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারত ছাড়াও এই গ্রহণ দেখা গিয়েছিল পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও আমেরিকায়। দুপুর ২.১৭ থেকে ৭.১৯ পর্যন্ত চলেছিল এই গ্রহণ। এবার আসছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে ১৯ নভেম্বর। এদিন সকাল ১১.৩৪-এ চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বিকেল ৫.৩৩-এ গ্রহণ ছাড়বে। এই গ্রহণ খুব অল্প সময়ের জন্য এবং শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতে দৃশ্যমান হবে।

জানা গিয়েছে, ১৯ নভেম্বর, শুক্রবার হবে এই চন্দ্রগ্রহণ। এবার অরুণাচল প্রদেশ এবং অসমের উত্তর-পূর্ব অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ। তবে, শুধু ভারতে নয়, এই চন্দ্রগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যাবে। দেখা যাবে, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ১৯ নভেম্বরের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *