BRAKING NEWS

Deputation to Bishalgarh police : নিখোঁজ যুবক উদ্ধারের আবেদন জানিয়ে বিশালগড় থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। নিখোঁজ দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাসকে অবিলম্বে উদ্ধারের দাবি জানিয়ে বিশালগড় থানায় ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা দিব্যাঙ্গ উন্নয়ন সমিতি। তারা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। নিখোঁজ যুবকের উদ্ধারের আবেদন জানিয়ে ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির উদ্যোগে শনিবার বিশালগড় থানার পুলিশের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায় ,গত ৪ই অক্টোবর সমীর ঋষি দাস নামে দিব্যাঙ্গ যুবক আগরতলা যাবে বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তী সময় ৫ ই অক্টোবর দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাস বাড়িতে ফোন করে বলে যে, সে আমবাসায় আছে।

কিন্তু গত ৬ ই অক্টোবর থেকে তার ফোন বন্ধ এবং তার বাড়ির লোকেরা দিব্যাঙ্গ যুবক সমীর ঋষি দাসের সাথে যোগাযোগ করতে পারছে না। গত ২৬ শে অক্টোবর নিখোঁজ যুবক সমীর ঋষি দাসের পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু প্রায় ১ মাস ৯ দিন অতিক্রান্ত হতে চললেও নিখোঁজ দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে পারেনি বিশালগড় থানার পুলিশ। সে অনুযায়ী পুলিশ যেন ওই দিব্যাঙ্গ যুবককে দ্রুত উদ্ধার করতে পারে সেই উদ্দেশ্যে বিশালগড় থানায় ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির উদ্যোগে ডেপুটেশনে মিলিত হয়। এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির চিফ এডিটর সঞ্জম ভট্টাচার্যী, সম্পাদিকা হাসিনা বেগম সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির চিফ এডিটর সঞ্জম ভট্টাচার্যী জানান, বিশালগড় থানার পুলিশের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা আশাবাদী পুলিশ খুব শীঘ্রই ওই দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে পারবে। তিনি আরো জানান যে ,ত্রিপুরা দিব্বাঙ্গ উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই ব্যাপারে আগামীদিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন । এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ ওই দিব্যাঙ্গ যুবককে উদ্ধার করতে কতটা সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *