BRAKING NEWS

Demanding to pass the students : ছাত্র-ছাত্রীকে ৫০ শতাংশের অধিক নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ৫০ শতাংশের অধিক নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার দাবিতে সোমবার থেকে গোর্খাবস্তিস্থিত নেহেরু পার্ক এর সামনে প্রতিবাদ-বিক্ষোভের শামিল হয়েছে ছাত্রছাত্রীরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশকে অনুত্তীর্ণ করায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এবছর করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী পরীক্ষার নিরিখে মূল্যায়ন করে পরীক্ষার্থীদের পাস করানো হয়েছে। তাতে একাংশ ছাত্র-ছাত্রী অনুত্তীর্ণ রয়েছে। অবিলম্বে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উত্তীর্ণ করার দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে ছাত্র-ছাত্রীরা। এই আন্দোলনের অংশ হিসেবেই সোমবার সকাল থেকে গোর্খা বস্তিতে নেহেরু পার্কের সামনে প্রতিবাদ বিক্ষোভে শমিল হয় একাংশ ছাত্র-ছাত্রী। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। তাদের দাবি তাদের প্রত্যেককে ৫০ শতাংশের বেশি নম্বর দিয়ে পাস করিয়ে দিতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পাস করিয়ে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। তবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *