BRAKING NEWS

Greeting gift from CM : বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে কিউ প্রজাতির আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে রাজ্যের কিউ প্রজাতির আনারস পাঠানো হয়েছে৷ আজ সকালে আখাউড়া চেক পোস্ট দিয়ে রাজ্যে উৎপাদিত কিউ প্রজাতির ৪০০টি আনারস বাংলাদেশে পাঠানো হয়৷

শুভেচ্ছা উপহার হিসাবে আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক উদোত ঝা-এর হাতে তুলে দেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া ও আখাউড়া স্থলবন্দরের ম্যানেজার দেবাশিষ নন্দী৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানো আনারসের বা’গুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন, প্রতিবেশি দুই দেশের বন্ধত্বপূর্ণ সম্পর্কের চিহ্ণ হিসাবে এই শুভেচ্ছা উপহার পাঠানো হচ্ছে৷

উল্লেখ্য, সম্পতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন৷ উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. জমাতিয়া বলেন, কিউ প্রজাতির এই আনারসগুলো কুমারঘাট ও অম্পি থেকে সংগ্রহ করা হয়েছে৷ প্রতিটি আনারসের ওজন দেড় থেকে দুই কেজি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *