BRAKING NEWS

মার্কিন মুলুকে দাপট বাড়িয়ে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট, উর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা

ওয়াশিংটন, ৮ জুলাই (হি. স.) : প্রতিদিনই মার্কিন মুলুকে দাপট বাড়িয়ে চলেছে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট । ফলে ফের একবার উর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে সাতদিনে গড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৯-এ, যা বিগত দুই সপ্তাহের তুলনায় ২১ শতাংশ বেশি। ৪ জুলাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রচুর জনসমাগমকেই এই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে। তবে জুনের শেষ ভাগ থেকেই করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৫২ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মেলায় ব্রিটেনের মতো আমেরিকাতেও অতি সংক্রামক ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, দেশে কমেছে টিকাকরণের হারও। চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “করোনার বিরুদ্ধে লড়াই প্রায় শেষ। তবে সতর্ক থাকতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে”। প্রেসিডেন্টের কথাই সত্যি করে মার্কিন মুলুকে দাপট বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *