BRAKING NEWS

১৯ জুলাই থেকে ১৩ আগস্ট বর্ষাকালীন অধিবেশন, প্রস্তাব মন্ত্রিসভা কমিটির

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): আগামী ১৯ জুলাই থেকে সম্ভবত শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন শেষ হতে পারে ১৩ আগস্ট।মঙ্গলবার এমনই প্রস্তাব করেছে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সূত্রের খবর, প্রায় এক মাস ব্যাপী বর্ষাকালীন অধিবেশন বসতে পারে ২০ দিন। সাধারণত জুলাইয়ে মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন, স্বাধীনতা দিবসের আগে শেষ হয়।
সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত বর্ষাকালীন অধিবেশনের জন্য প্রস্তাব করেছে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। আপাতত এই প্রস্তাবে সিলমোহর পড়ার অপেক্ষা। অধিবেশন চলাকালীন মেনে চলা হবে সমস্ত কোভিড বিধি। আশা করা হচ্ছে, অধিবেশনে যোগ দেওয়া সমস্ত সাংসদরা হয়তো টিকার একটি ডোজ অন্তত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *