BRAKING NEWS

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে মতামত, অধিকাংশ অভিভাবক বিপক্ষে ভোট দিয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ করোনার ভয়াবহতার মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক চাইছে না অভিভাবক মহল৷ মাধ্যমিক পরীক্ষার পক্ষে ভোট পড়েছে ১৬.৭৫ শতাংশ এবং বিপক্ষে পড়েছে ৮৩.২৫ শতাংশ৷ তেমনি, উচ্চমাধ্যমিক পরীক্ষার পক্ষে ভোট পড়েছে ৯.৯৪ শতাংশ৷ বিপক্ষে ভোটের হার ৯০.০৬ শতাংশ৷ ফলে, ত্রিপুরায় পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে৷


প্রসঙ্গত, করোনার প্রকোপে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মহা ফাঁপরে পড়েছে শিক্ষা দফতর৷ একদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যত, অন্যদিকে তাদের নিরাপত্তা৷ কী প্রাধান্য দেওয়া উচিত, সে-বিষয়ে সিদ্ধান্ত নিতে গভীর দুশ্চিন্তায় পড়েছে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যে বিশিষ্টজনদের সাথে জরুরি বৈঠকেও কোনও রফা সূত্র বের হয়নি৷ তাই ত্রিপুরা সরকার অভিভাবকদের মতামতের অপেক্ষায় ছিল৷


সম্প্রতি শিক্ষা দফতর অভিভাবকদের অনলাইনে মতামত চেয়েছিল৷ পরীক্ষার পক্ষে-বিপক্ষে মত জানার জন্যই ওই ব্যবস্থা করেছিল দফতর৷ আজ সন্ধ্যা ৬-টা পর্যন্ত ছিল মতামত জানানোর সময়সীমা৷ সে মোতাবেক জমা পড়েছে মতামত৷ তাতে দেখা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ২১,৯৭৮ জন অভিভাবক অনলাইনে মতামত জানিয়েছেন৷ এতে দেখা গেছে পরীক্ষা হোক চাইছেন ৩,৬৮২ জন, শতাংশের হার ১৬.৭৫ এবং পরীক্ষার বিপক্ষে ভোট পড়েছে ১৮,২৯৬ জনের৷ শতাংশের হার ৮৩.২৫৷


তেমনি, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ২৪,৭৯৩ জন অভিভাবক মতামত দিয়েছেন৷ তাঁদের মধ্যে ২,৪৬৫ জন চাইছেন পরীক্ষা হোক৷ শতাংশের হিসাবে হার ৯.৯৪৷ কিন্তু বিপক্ষে ভোট দিয়েছেন ২২,৩২৮ জন৷ যার শতাংশের হিসাবে হার ৯০.০৬৷ সব মিলিয়ে দুটি পরীক্ষার জন্য ৪৬,৭৭১ জন মতামত দিয়েছেন৷ পরীক্ষা হোক চাইছেন ৬,১৪৭ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪০,৬২৪ জন৷ স্বাভাবিকভাবে, সংখ্যাগরিষ্ঠ অভিভাবকদের মতামতকেই শিক্ষা দফতর প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে৷ আগামী ২১ জুন পুনরায় বৈঠকে বসবে শিক্ষা দফতর৷ ওই দিন পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *