BRAKING NEWS

সোমবার থেকে বিকানের শুরু ‘দুয়ারে টিকাকরণ’

জয়পুর, ১৩ জুন (হি.স.) : এবার বাড়ি বাড়ি গিয়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। সোমবার থেকে শুরু হচ্ছে রাজস্থানের বিকানের শহরে। ওইদিন থেকে শহরে চালু হচ্ছে ‘দুয়ারে টিকাকরণ’। প্রাথমিকভাবে ৪৫ বছরের ঊর্ধ্বে। বাড়ি বাড়ি পৌঁছে যাবে এখন থেকে অ্যাম্বুল্যান্স এবং তিনটি ভ্রাম্যমাণ দলকে রাখা হয়েছে। জেলা প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে, যে নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাম ও ঠিকানা-সহ টিকাকরণের জন্য আবেদন করতে হবে।


তবে আবেদন করলেই বাড়িতে এসে টিকা দিয়ে যাবে,এমনটা নয় কিন্তু। টিকাকরণের জন্য ১০ জনের নাম নথিভুক্ত থাকলে তাদেরকে বাড়িতে এসে টিকা দেবে স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে সব জায়গায় টিকাকরণ শুরু হয়ে গেছে।তবে এবার টিকার জন্য যাতে সমস্যায় না পড়তে হয়, তাই এবার শুরু হচ্ছে দুয়ারে টিকাকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *