BRAKING NEWS

জলস্তর বেড়ে যাওয়ায় জলের নিচে হাওড়া ফেরিঘাট জেটি

কলকাতা, ২৬ মে ( হি স): ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী । ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস । যার জেরে বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত । অন্যদিকে বেড়েছে গঙ্গার জলস্তর । ফলে, ডুবল হাওড়া ফেরিঘাট জেটি ।

 বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে ।  ইতিমধ্যেই ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় খেলা দেখাতে শুরু করেছে ইয়াস । সেখানে ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি । পাশাপাশি ঘূর্ণিঝড়ের দাপটের এদিন আবার ভরা কোটাল দুই মিলিয়ে ক্রমাগত বেড়েই চলেছে জলোচ্ছ্বাস । যার জেরে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে । গঙ্গার জলস্তর বাড়তেই ডুবল হাওড়ার ফেরিঘাট জেটি । হু হু করে জল বইছে জেটির তলা দিয়ে । জলমগ্ন রামকৃষ্ণ ঘাটও 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *