BRAKING NEWS

করোনার বাড়বাড়ন্তে বেসামাল হরিয়ানা, ৩ মে থেকে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন

চণ্ডীগড়, ২ মে (হি.স.): কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের মতো বেসামাল অবস্থা তৈরি হয়েছে হরিয়ানাতেও। সেই সংক্রমণ শৃঙ্খল ভাঙতে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন জারি করল হরিয়ানা সরকার। ৩ মে, সোমবার থেকে হরিয়ানায় শুরু হবে লকডাউনের কড়াকড়ি। চলবে ৭ দিন। রবিবার হরিয়ানার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে জানিয়েছেন, ৩ মে থেকে হরিয়ানায় লাগু থাকবে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন।


এর আগে গত শুক্রবার হরিয়ানার ৯টি জেলায় (পাঁচকুলা, গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনেপত, রোহতক, কারনাল, হিসার, সিরসা এবং ফতেহাবাদ) সপ্তাহান্তের লকডাউনের ঘোষণা করেছিল মনোহর লাল খাট্টার সরকার। কিন্তু, এবার ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার। শুধুমাত্র জরুরি পরিষেবাকেই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *