BRAKING NEWS

“চলে চলো” গানটি ধোনিকে উৎসর্গ করলেন অস্কারজয়ী এ আর রহমান

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.) : অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান “লগান” হিন্দি সিনেমার গান “চলে চলো” গানটি চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ক এমএস ধোনিকে উৎসর্গ করলেন। একই সঙ্গে তার সুরারোপিত “রঙ্গীলা” সিনেমার “মাংতা হে ক‍্যায়া” গানটি চেন্নাই দলের অলরাউন্ডার সুরেশ রায়না কে উৎসর্গ করলেন। চেন্নাই সুপার কিংস দলের দুই তারকা খেলোয়ারকে তাদের খেলাকে আরও বেশি উজ্জীবিত করার লক্ষ্যে তিনি দুটি গান উৎসর্গ করলেন। এক সাক্ষাৎকারে রহমান বলেন, আমি “লগান”  সিনেমার “চলে চলো” গানটি এমএস ধোনি এবং সুরেশ রায়নাকে “রঙ্গীলা” সিনেমার  “মাংতা হে ক‍্যায়া”  দুটি গান তাদের খেলাকে উজ্জীবিত করার জন্য উৎসর্গ করলাম। কেননা এই দুই খেলোয়াড়ই এ দুটি সিনেমার গান ফাঁকা পেলেই শুনে থাকেন বলে জানা গিয়েছে।


প্রসঙ্গত, আইপিএলে দলের প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। আবার প্রথম ম্যাচে ১৮৮ রান তুলেও সাত উইকেটে দিল্লির কাছে ম্যাচ হারতে হয়েছে সিএসকে’কে। ব্যাট হাতে সুরেশ রায়নার প্রত্যাবর্তনটা দারুণ হলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ মাহি। তরুণ আবেশ খানের ডেলিভারিতে শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরে যেতে হয় মাহিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *