অনুপ্রবেশের সময় দুই জঙ্গী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ উত্তর জেলার থাংক্লাং এলাকার ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক হওয়া ৩জনের মধ্যে ২জন কুখ্যাত জঙ্গি৷ তাদের নামে রাজ্যেও একাধিক থানায় মামলা রয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জেরা করছে পুলিশ৷ ইতিমধ্যেই বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য৷সূত্রের খবর ,ধৃত তিন জনের মধ্যে একজন পুলিশের হাতে আটক হওয়া কুখ্যাত জঙ্গি নেতার জামাতা৷

ইদানিংকালে রাজ্যে ঘটে যাওয়া এক-দুটি চাঞ্চল্যকর ঘটনার সাথেও জড়িত ছিল ধৃত জঙ্গিরা৷ টানা জেরায় এমনই তথ্য উঠে আসছে পুলিশের হাতে৷ঘটনার বিবরণে জানা গেছে গত ৯ এপ্রিল রাতে উত্তর জেলার আশারামবাড়ি,থাংক্লাং ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পরেছিল তিন যুবক৷পরবর্তীতে তাদের উত্তর জেলার আনন্দবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করে সীমান্ত সুরক্ষা বাহিনী৷ প্রথমে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত ৩জনের মধ্যে ২জন কুখ্যাত জঙ্গি৷

তাদের নাম বিষ্ণুরাম এবং শুকুমার৷ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনকি ধৃত ২ জঙ্গির বিরুদ্ধে উত্তর জেলার খেদাছড়া থানায়ও মামলা রয়েছে৷ বিগত কিছুদিন পূর্বেই মিজোরামে গ্রাপ্তার হয় এক কুখ্যাত জঙ্গি নেতা৷রাজ্য পুলিশের একটি টিম এই জঙ্গি নেতাকে একটি মামলায় মিজোরাম থেকে রাজ্যে নিয়ে আসে৷সূত্র মারফত যতদুর জানা গেছে উক্ত জঙ্গি নেতাকেও রিমান্ডে নিয়ে জেরা করছে রাজ্য পুলিশ৷এবার থাংক্লাং হয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পরে এক জঙ্গি নেতার মেয়ের জামাই৷ধৃত জঙ্গিদের বর্তমানে উত্তর জেলার একটি থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *