BRAKING NEWS

করোনা বিধি মেনে শুরু হয়েছে দশম ও দ্বাদশের প্রি বোর্ড পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা বিধি মেনে রাজ্যের প্রতিটি সুকলে সোমবার থেকে শুরু হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণির প্রি বোর্ড পরীক্ষা৷ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আগে রাজ্যে প্রথমবারের মতো সোমবার থেকে শুরু হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষা৷৷৷ ১২ এপ্রিল থেকে ৭ মে অবধি এই পরীক্ষা চলবে৷


রাজ্যের সবকটি সুকল এই একই সাথে একই প্রশ্ণপত্রে পরীক্ষা পর্ব শুরু হয়েছে৷ এবার থেকে প্রেম বোর্ড পরীক্ষায় প্রতিটি বিষয়ের দুটি করে প্রশ্ণপত্র থাকবে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন দাস জানান করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে যাবতীয় বিধিনিষেধ মেনে পরীক্ষা গ্রহণের চেষ্টা করা হচ্ছে৷ ছাত্র-ছাত্রীদের পরীক্ষা হলে ঢোকার আগে সেনিটাইজেশনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে৷ প্রত্যেককে মাক্স পরিধান করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে৷উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যাবতীয় বিধি মেনে সোমবার থেকে রাজ্যের অন্যান্য সুকল গুলির সঙ্গে একসাথে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম সুকলেও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে৷


এছাড়া দুটো বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজের পরীক্ষা কিছু দিন বন্ধ থাকার পর আবার সোমবার থেকে শুরু হলো৷ রাজধানীর মহিলা কলেজের অধ্যক্ষা মনিদিপা জানান, করণা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ যেসব বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেসব ক্ষেত্রে অসুবিধে হচ্ছে৷ কলেজ কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছেন সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহণ করার জন্য৷ স্যানিটাইজেসন সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যক্ষা জানান পরীক্ষা হলের বাইরে স্যানিটাইজার রাখা হয়েছে৷ পরীক্ষা হলে ঢোকার সময় প্রত্যেকে তা ব্যবহার করছে৷মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত পরীক্ষা গুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *