করোনার ভ্যাকসিন নিলেন সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মার্চ৷৷ রবিবার দুপুর ২টা নাগাদ পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক কমলাসাগর বিধানসভার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম পর্যায়ের করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন৷ পরবর্তী সময়ে তিনি গোটা রাজ্য এবং দেশের জনগণের কাছে বার্তা দিলেন সকলেই যেন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন৷ পরবর্তী সময়ে তিনি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথাবার্তা বলেন৷

মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে একটি জেনারেটর এবং এম্বুলের্ন্সে অভাব রয়েছে৷ কমলাসাগর যুব মোর্চার পক্ষ থেকে তার কাছে দাবি করা হয় তিনি তাদের আশ্বস্ত করেন দেখা হবে উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে থেকেই কমলাসাগর যুব মোর্চার পক্ষ থেকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাশে করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করছে তাদের সুবিধার্থে একটু হেল্প ডেক্স খোলা হয় তাও তিনি পরিদর্শন করেন৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা পরিষদ বিশ্বজিৎ সাহা সিপাহীজলা উত্তরাংশের যুব মোর্চা সভাপতি দীপ্তনু দাস৷ কমলাসাগর মন্ডল যুব মোর্চার সভাপতি বিকাশ সাহা সহ অন্যরা৷