BRAKING NEWS

ভারতে ২১.৩০ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৩৩ শতাংশ

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ যখন বাড়ছে ভারতে, এমতাবস্থায় দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা-পরীক্ষাও। শেষ ২৪ ঘন্টায় ৮.০৫-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৩০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৮,০৫,৮৪৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,৩০,৩৬,২৭৫-এ পৌঁছে গেল।

সুস্থতা সমানে বাড়ছে ভারতে, শেষ ২৪ ঘন্টায় খানিকটা কমল চিকিৎসাধীন রোগীর সংখ্যা। মঙ্গলবার সারা দিনে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি, বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৪,০৩৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৬,৫৬৭ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭,২৬,৭০২ জন (৯৭.২৫ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা খানিকটা কমেছে, এই মুহূর্তে ভারতে মোট ১,৪৬,৯০৭ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৩৯৯ জন (১.৩৩ শতাংশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *