BRAKING NEWS

নবাগতদের বিজেপিতে যোগদানে নিশ্চিতভাবে শক্তিশালী হবে দল : অমিত শাহ

নয়াদিল্লি-হাওড়া, ৩১ জানুয়ারি (হি.স.): নবাগতদের বিজেপিতে যোগদানে নিশ্চিতভাবে শক্তিশালী হবে দল। রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বিজেপিতে যোগদানে রবিবার দুপুরে দিল্লি থেকে ডুমুরজলায় বিজেপির সভায় ভার্চুয়াল ভাষণে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

এদিনের সভার শুরুতেই হাওড়ার ডুমুরজলার সভায় উপস্থিত হতে না পারায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ডুমুরজলার এই সভাতেই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষালদের। কিন্তু শুক্রবার দিল্লির ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে বাতিল হয় সফর। এদিন সেই সভাতেই ভার্চুয়াল ভাষণ দিলেন অমিত শাহ। সেখানেই না আসতে পারার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান । নবাগতদের  দলে স্বাগত জানিয়ে বলেন, নবাগতদের বিজেপিতে যোগদানে নিশ্চিতভাবে শক্তিশালী হবে দল। আসন্ন নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে বিজেপি।  প্রসঙ্গত, অমিত শাহ না আসতে পারলেও গতকাল শনিবারই দিল্লি গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার দলত্যাগী বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র তথা খ্যাতনামা চিকিৎসক রথীন চক্রবর্তী, রানাঘাটের প্রাক্তন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ। দিল্লিতে অমিত শাহর বাসভবনে গিয়ে তাঁর হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে আনুষ্ঠানিকভাবে তাঁরা  বিজেপিতে যোগ দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *