আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : দেশের বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি এ-দেশের মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে। বৈচিত্র্যময় এই কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে মণিপুরি সংস্কৃতি অন্যতম। শুক্ৰবার আগরতলার অনন্ত পাখোংবা মন্দির প্রাঙ্গণে তিনদিন ব্যাপী লাইহারাওবা উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-কথা বলেন। তিনি বলেন, আমাদের মূল বন্ধনই হচ্ছে পরম্পরাগত কৃষ্টি ও সংস্কৃতি। কৃষ্টি ও সংস্কৃতির মধ্য দিয়েই আমাদের জীবনশৈলির রূপ প্রকাশ পায়। দীর্ঘকাল যাবৎ এ-দেশে কৃষ্টি ও সংস্কৃতির এই বৈচিত্র্যময় ধারা প্রবহমান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষ্টি ও সংস্কৃতিই এ-দেশের পরিচয় বহন করে। এই কৃষ্টি ও সংস্কৃতি মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা গড়ে তোলার পাশাপাশি একাত্মবোধ গড়ে তুলে। তিনি বলেন, মণিপুরি সমাজ এক অত্যন্ত শক্তিশালী এবং সুসংহত সমাজ। মোঘল এবং ইংরেজদের বিরুদ্ধে মণিপুরি সমাজ, বিশেষ করে মণিপুরি মহিলাদের বলিষ্ঠ ভূমিকার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতায় ত্রিপুরাকে সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন লাইহারাওবা উৎসব কমিটির সম্পাদক সঞ্জয় সিংহ। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের প্রাক্তন মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, ত্রিপুরা মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি রাজকুমার জীতেন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মণিপুরি শিল্পীরা চিরাচরিত মণিপুরি নৃত্য পরিবেশন করেন। অনন্ত পাখোংবা লাইহারাওবা উৎসব কমিটি এই উৎসবের আয়োজন করেছে।