নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে শুক্রবার রাজভবন অভিযান করেছে কংগ্রেস৷এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে রাজভবনের দিকে এগিয়ে যায়৷ মিছিলটি সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় পৌঁছলে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মিছিল এর গতি রোধ করার চেষ্টা করে৷
উল্লেখ্য আগাম ঘোষণা অনুযায়ী কংগ্রেস দল শুক্রবার কৃষি আইন বাতিলের দাবিতে এই অভিযানের কর্মসূচি গ্রহণ করে৷কংগ্রেসের রাজভবন অভিযান প্রতিহত করার জন্য আগে থেকেই পর্যাপ্ত সংখ্যায় পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়৷ সার্কিট হাউজ সংলগ্ণ এলাকায় গড়ে তোলা হয় ব্যারিকেট৷ কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিল বেরিকেট ভেঙ্গে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কংগ্রেসের মিছিল আটকে দেওয়ার জোরদার প্রয়াস নেয়৷ এ নিয়ে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দস্তাদস্তিও হয়েছে৷
শেষ পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কংগ্রেসের কর্মী সমর্থকদের মিছিল আটকে দিতে সক্ষম হয়৷ সেখান থেকে প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দাবি সনদ তুলে দেন৷দাবি সনদ তুলে দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিস কংগ্রেস সভাপতি পীযূষ ভৌমিক বলেন কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন প্রণয়ন করেছে সেগুলো দেশের কৃষকদের স্বার্থ পরিপন্থী৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে কালো আইন বলে আখ্যায়িত করেন তিনি৷অবিলম্বে কৃষি এবং কৃষক বিরোধী এ কালো আইন প্রত্যাহার করে নিতে জোরালো দাবি জানিয়েছে কংগ্রেস৷
গোটা দেশজুড়ে শুক্রবার কংগ্রেস দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে রাজভবন অভিযান সংগঠিত করা হয়৷দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবেই রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাজভবন অভিযান সংগঠিত করা হয়৷অবিলম্বে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করে না নিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷