অগ্ণিদগ্দ হয়ে আত্মহতা করল ৯ম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ শ্রীনগর থানা এলাকার আনন্দনগর ৫নং পাড়ায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক সুকলছাত্রের৷ ছাত্রটির নাম আকাশ দে৷ সে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নবম শ্রেণীতে পড়তো৷ পারিবারিক সূত্রে জানা গেছে সে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷


আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে পরিবারের তরফে জানানো হয় সে দরগা মেলায় যেতে চেয়েছিল৷ পছন্দমত শীতের কাপড় না থাকায় এবং মা-বাবার আপত্তির কারণে সে মেলাতে যেতে পারেনি৷ সে কারণে রাগে অভিমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে নবম শ্রেণীর ছাত্র৷ অগ্ণিদগ্দ হয়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ ঘটনা ঘিরে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *