BRAKING NEWS

৩৪ জন ডাক্তার ও ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যে ৩৪ জন চিকিৎসক ও ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করেছে৷ আরো ১৫ জন নতুন চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে৷করোনা সংক্রমণ প্রতিহত করতে রাজ্য মসিভা আগরতলা পুর নিগম এলাকায় আগামী শনি ও রবিবার অর্থাৎ ৫ ও ৬ সেপ্ঢেম্বর জনতা কার্ফ জারি করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বশেষ নির্দেশিকা অনুসারে লকডাউন বা জনতা কার্ফ জারি করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়৷ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনও সবুজ সংকেত না আসায় আগরতলা পুর নিগম এলাকায় আগামী শনি ও রবিবার জনতা কার্ফ জারি করা হচ্ছে না৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি রাজ্যে কোভিড-১৯-এর সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার কোভিড-১৯ মোকাবিলায় সচেষ্ট রয়েছে৷ গত ২ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শনকালে ডাক্তার ও নার্সদের সঙ্গে কোভিড-১৯ জনিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার ক্ষেত্রে প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন৷


শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ কনটেইনমেন্ট জোন রয়েছে ১৪১টি৷ বিভিন্ন কোভিড-১৯ কেয়ার সেন্টারে মোট ৪,৯৪৯ জন করোনা রোগী রয়েছেন৷ হোম আইসোলেশনে আছেন ৩,২৮২ জন৷ করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন৷ এরমধ্যে পশ্চিম জেলায় ৭২ জন, সিপাহীজলা জেলায় ১৩ জন, খোয়াইয়ে ৯ জন, গোমতীতে ১৭ জন, দক্ষিণ জেলায় ৪ জন, ধলাইয়ে ৫ জন, ঊনকোটিতে ৩ জন ও উত্তর জেলায় ৬ জন মারা যান৷ গত ১০ দিনে মারা যান ৫০ জন৷ এরমধ্যে পশ্চিম জেলায় ৩৪ জন৷ সিপাহীজলায় ৩ জন, খোয়াইয়ে ১ জন, গোমতীতে ২ জন, ধলাইয়ে ৩ জন, ঊনকোটিতে ৩ জন এবং উত্তর জেলায় ৪ জন মারা গেছেন৷ তিনি জানান, বর্তমানে করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ৷ সেখানে রাজ্যে মৃত্যুহার ০.৯৫ শতাংশ৷ দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় পরীক্ষা হচ্ছে ৩৩,৯৭৮ জনের, রাজ্যে পরীক্ষা হচ্ছে ৭০,৭৪৩ জনের৷ দেশে পজিটিভিটি হার ৮.৪৭ শতাংশ৷ রাজ্যে পজিটিভিটির হার ৪.৭২ শতাংশ৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ত্রিপল লেয়ার মাস্ক, এন-৯৫ মাস্ক, পিপিই কিট, গগলস, অ্যান্টিজেন ডিটেকশন কিট, আর টিপিসি আর, ট্র-বোট প্রভৃতির মজত সন্তোষজনক রয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় কোভিড-১৯ এর পরিস্থিতি রাজ্যে ভাল অবস্থায় আসবে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জাতীয় শিক্ষা নীতি-২০২০ সম্পর্কে বলেন, এই শিক্ষা নীতি সর্বাঙ্গীন৷ জাতীয় শিক্ষা নীতিতে ’আরলি চাইল্ড কেয়ার এডুকেশন’কে গুরুত্ব দেওয়া হয়েছে৷ রাজ্যে আগেই সরকার ৬৭টি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছে৷ দিব্যাঙ্গজনদের শিক্ষার জন্য ’সক্ষম ত্রিপুরা’ নামে একটি প্রকল্প চালু করেছে৷ ২৪ টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করেছে৷ শিক্ষামী বলেন, রাজ্যে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার জন্য ইতিমধ্যেই দু’টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ উচ্চশিক্ষা দপ্তরে টাস্ক ফোর্সে ৩২ জন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের টাস্ক ফোর্সে ৩৮ জন সদস্য রয়েছেন৷ শিক্ষামন্ত্রীবলেন, রাজ্যে জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে টকশো করার জন্য ইতিমধ্যেই টিম তৈরি করা হয়েছে৷ ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে জাতীয় শিক্ষা নীতি নিয়ে সেমিনার শুরু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *