BRAKING NEWS

যাত্রাপুরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ সিপাহীজলা জেলার যাত্রাপুর থানা এলাকার দক্ষিণ মহেশপুরের কইয়া টিলায় সবজি চাষকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাদেরকে প্রথমে নিদয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে যাত্রাপুর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ আক্রান্ত পরিবারের তরফ থেকে অভিযুক্ত চার জনের নাম ধাম পুলিশকে জানানো হয়েছে৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ এবং তার বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ও আনসার বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও তার বাহিনী ঘটনাস্থলে ছুটে না গেলে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতো বলে আশঙ্কা ব্যক্ত করেছেন থানার ওসি৷ তিনি আরো জানান আহতদের মধ্যে এলাকার পঞ্চায়েত মেম্বারের স্বামী নারায়ন শীল এবং তার ছেলে বিশ্বজিৎ শীলের অবস্থা গুরুতর৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷


এদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলার রুপাইছড়ি ব্লক এলাকার লুধুয়ার দাসপাড়ায় বুধবার রাতে সঙ্ঘবদ্ধ হামলায় এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতের নাম সঞ্জয় আচার্য৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে আহতের স্ত্রী পুতুল আচার্য থানায় অভিযুক্তদের নাম-ধাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন৷ অভিযুক্তরা হল বলরাম দাস, রতন দাস, নেপাল দাস এবং মানিক দাস৷ জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়৷ রাত দশটা নাগাদ সঙ্ঘবদ্ধ হামলায় পরিবারের লোকজন হতবিহবল হয়ে পড়েন৷ কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর লাঠি ইত্যাদি দিয়ে হামলা চালানো হয় বলে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *