ওয়াশিংটন, ৩১ জুলাই (হি.স.): করোনাভাইরাস নিয়ে ফের চিনকে আক্রমণ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, চিনের মধ্যেই আটকে রাখা যেত ভাইরাসকে, তাঁরা চাইলেই ভাইরাসকে রুখতে পারতেন, কিন্তু এমনটা তাঁরা করেননি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাতে হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের কখনই ভুলতে পারব না। যা হয়েছে আমরা কখনই তা ভুলতে পারব না। চিনের মধ্যেই আটকে রাখা যেত ভাইরাসকে, তাঁরা চাইলেই ভাইরাসকে রুখতে পারতেন, কিন্তু এমনটা তাঁরা করেননি।’ আমেরিকায় অবিলম্বে প্রেসিডেন্ট নির্বাচন চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অপেক্ষা করতে নারাজ। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘কোনও রকম বিলম্ব নয়, আমি নির্বাচন চাইছি। আমি তিন-মাসের জন্য অপেক্ষা করতে চাই না, তার পর দেখব সমস্ত ব্যালট খুঁজে পাওয়া যাচ্ছে না এবং নির্বাচনের কোনও মানেই থাকবে না তখন।’ যদিও, সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করার আগেই টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘মানুষ যতক্ষন না পর্যন্ত যথাযথভাবে, নিরাপদে ও সুরক্ষিতভাবে ভোট দিতে পারছেন, ততক্ষণ নির্বাচন নাই-বা হোক।’