BRAKING NEWS

আগরতলা শহরে ফুটপাতে অবাধে চলেছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় সামগ্রী বিক্রির ধুম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷৷ রাজধানী আগরতলা শহরে ফুটপাতে অবাধে চলেছে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, আইসক্রীম সহ অন্যান্য সামগ্রী বিক্রির ধুম৷ এসব পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন৷ সোমবার রাজবাড়ি সংলগ্ণ এলাকায় এক আইসক্রীম বিক্রেতাকে মেয়াদ উত্তীর্ণ কলকি আইসক্রীম বিক্রির দায়ে উত্তমমধ্যম দিয়েছেন ক্ষুব্ধ জনতা৷ দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডা পানীয় ও আইসক্রীম খাওয়ার প্রবণতা৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করে চলেছে৷ অনেকেই কোন কিছু না জেনে এসব জিনিস খাচ্ছেন৷

তাতে পেটের রোগ সহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে৷ ফুটপাতে এসব মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় ও অন্যান্য সামগ্রী দেদার বিক্রি হলেও কেউ তার খোঁজখবর রাখেন না৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করা হচ্ছে৷ সোমবার মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা কলকি আইসক্রীম ও ঠান্ডা পানীয় বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ে এক বিক্রেতা৷ ঘটনা রাজবাড়ি সংলগ্ণ এলাকায়৷ এখানে প্রতিদিন ব্যাপক সংখ্যায় পর্যটকের সমাগম ঘটে৷ ফলে ফুটপাতের এসব দোকানে বেশ বিক্রিও হয়৷ তারা সেই সুযোগকে কাজে লাগিয়েই মেয়াদ উত্তীর্ণ সামগ্রীও বাজারজাত করে চলছে৷

এক কিশোরী ঠান্ডা পানীয় ও আইসক্রীম খেতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর হদিশ পায়৷ তখনই সে প্রতিবাদী হয়ে উঠে৷ ছুটে আসেন আশপাশ এলাকার লোকজনও৷ ঘটনার সত্যতা প্রত্যক্ষ করে ওই মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রেতাকে উত্তমমধ্যম দিতে শুরু করেন উপস্থিত লোকজনরা৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ফুটপাত সহ বিভিন্ন দোকানপাটে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি বন্ধ করতে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তল্লাশি চালানো খুবই জরুরি৷ কিন্তু কর্মী স্বল্পতার অজুহাত দেখিয়ে কেউই এসব বিষয়ে কোনও ধরনের খোঁজখবর নিচ্ছেন না৷ সেই সুযোগকে বেছে নিচ্ছে অসাধুরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *