BRAKING NEWS

হাঙ্গেরিতে নৌকাডুবি : মৃত্যু ৭ জন পর্যটকের, নিখোঁজ কমপক্ষে ১৯ জন

বুদাপেস্ট, ৩০ মে (হি.স.): হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট-এর উপকণ্ঠে দানিউব নদীতে ডুবে গেল দক্ষিণ কোরিয়ার পর্যটকবোঝাই নৌকা| নৌকাডুবির মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পর্যটকের| উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ১২ জনকে, তবে এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৯ জন| দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে ৱুদাপেস্ট-এর উপকণ্ঠে দানিউব নদীতে ৩৩ জন পর্যটকবোঝাই একটি নৌকা ওপর একটি ভেসেলে ধাক্কা মারে| ভেসেলের সঙ্গে ধাক্কা লাগার জেরে নৌকাটি উল্টে যায়|

নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়| এছাড়াও উদ্ধারকাজে ব্যবহার করা হয় স্পটলাইট ও রাডার স্ক্যানিং প্রযুক্তি| প্রায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, মৃতু্য হয়েছে ৭ জনের| এছাড়াও অন্ততপক্ষে ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন| নদীর তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ার কারণেই উদ্ধারকাজ ব্যহত হয়| ন্যাশনাল অ্যাম্বুল্যান্স সার্ভিসের মুখপাত্র পল গ্যোর্ফি জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে| দু’জন হাঙ্গেরিয়ান ক্রু মেম্বার-সহ ১৯ জন নিখোঁজ| প্রশাসন সূত্রের খবর, পর্যটকদের কেউই লাইফ জ্যাকেট পরেছিলেন না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *