BRAKING NEWS

৬-১৫ জুন সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন : আপাতত দিন ঘোষণার অপেক্ষা

নয়াদিল্লি, ২৭ মে (হি .স.): ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর আগামী ৩০ মে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী| ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী, ওই দিনই শপথ নিতে পারেন  কয়েকজন মন্ত্রীও| পরবর্তী দিন অর্থাত্ ৩১ মে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা| এবার শোনা যাচ্ছে, আগামী ৬ জুন থেকে শুরু হবে সপ্তদশ লোকসভা প্রথম অধিবেশন| চলবে ১৫ জুন পর্যন্ত| এখন শুধুই দিন ঘোষণার অপেক্ষা|

সূত্রের খবর, ৩০ মে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরবর্তী দিন অর্থাত্ ৩১ মে বৈঠকে বসতে চলেছে মোদী মন্ত্রিসভা| ওই দিন ঠিক হবে কবে থেকে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন| সরকারিভাবে ঘোষণা হওয়ার আগেই শোনা যাচ্ছে, আগামী ৬ জুন থেকে শুরু হবে সপ্তদশ লোকসভা প্রথম অধিবেশন| চলবে ১৫ জুন পর্যন্ত| ৬ জুনই লোকসভার প্রোটেম স্পিকার নির্বাচিত করা হবে| এরপর ১০ জুন সদ্য নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *