BRAKING NEWS

বিক্ষিপ্ত ঝামেলার মধ্যে পূর্ব আসনে ভোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও একাধিক স্থানে ইভিএম ও ভিভিপ্যাট-এ ত্রুটির ঘটনা সামনে এসেছে৷ খোয়াই, কমলপুর, আমবাসা, অমরপুর ও কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কয়েকটি বুথে আজ ভোটযন্ত্রে গোলযোগের কারণে ভোট প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে৷ তাছাড়া, অমরপুরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে গোমতি জেলার অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের বাকবিতণ্ডায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়৷ খোয়াইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সিপিএম কর্মীকে পিটিয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ এদিকে, লংতরাইভ্যালির পূর্ব ভগীরথপাড়ার ভোটাররা আজ শুরুতে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ পরে প্রশাসনের আশ্বাসে বেলা এগারোটা নাগাদ তাঁরা ভোট কেন্দ্রের দিকে রওয়ানা দেন৷

মঙ্গলবার সকাল ৭-টা থেকে তৃতীয় পর্যায়ের ভোট শুরু হয়৷ অধিকাংশ বুথে সময়মতো ভোট শুরু হলেও খোয়াই জেলায় চারটি ভোটগ্রহণ কেন্দ্রে আজ ইভিএম বিভ্রাটের জেরে ভোটগ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে৷ জানা গেছে, খোয়াই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, প্রহরমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, সিঙিছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, সোনাতলা ভূমিহীন কলোনি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বুথে আজ সকালে ইভিএম গোলযোগ দেখা দেয়৷ এর জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল৷

এ-বিষয়ে খোয়াইয়ের জেলাশাসক তথা সহকারী নির্বাচন আধিকারিক পঙ্কজ চক্রবর্তী জানিয়েছেন, কয়েকটি বুথে ইভিএম নিয়ে সমস্যা হয়েছিল ঠিকই৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে-সব সারাই করা হয়েছে৷ এর পর যথারীতি ভোট শুরু হয়৷ তিনি আরও জানান, ভোট প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ সামান্য ত্রুটি হলে তা ধরা পড়ার সাথে সাথেই সমাধান করা হয়েছে৷

এদিকে, খোয়াই ছাড়াও কমলপুর, আমবাসা, অমরপুর এবং কদমতলা-কুর্তিতে ভোটযন্ত্র বিকল হওয়ার খবর মিলেছে৷ ওই স্থানগুলিতে একাধিক বুথে ভোটযন্ত্র বিকল হয়ে পড়েছিল৷ তাতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে৷ খবর পেয়ে নির্বাচন আধিকারিকরা ভোটযন্ত্র সারাইয়ের উদ্যোগ নেন৷ কিছু বুথে ইসিএল-এর ইঞ্জিনিয়াররা গিয়ে ভোটযন্ত্র সারাই করে দিয়েছেন৷

আজ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লংতরাইভ্যালি মহকুমার পূর্ব ভগীরথ পাড়ার ভোটাররা৷ রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যার কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন৷ এ-বিষয়ে জনৈক ভোটার জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে তাঁদের এলাকায় রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা রয়েছে৷ কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ সরকার পরিবর্তনের পরও অত্যন্ত ধীরলয়ে চলছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া৷ তাই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

আজ সকালে পূর্ব ভগীরথপাড়া এসবি সুকলের ভোটকেন্দ্রে সকাল সাতটায় ভোট শুরু হলে কোনও ভোটার বুথে যাননি৷ খবর নিয়ে জানা যায়, পূর্ব ভগীরথপাড়ার ভোটাররা ভোট বয়কট করেছেন৷ তাঁরা আগেই ভোট বয়কটের হুমকি দিয়েছিলেন৷ ভোট বয়কটের খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনেই দৌড়ঝাঁপ শুরু হয়৷ লংতরাইভ্যালি মহকুমার এসডিএম তথা এআরও সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিসিএম এবং পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতিকুমার ত্রিপুরা পূর্ব ভগীরথপাড়ায় ছুটে যান৷ তাঁদের আশ্বস্ত করা হয়, রাস্তাঘাট সংস্কার এবং পানীয় জলের সমস্যা অচিরেই সমাধান করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে ভোটাররা ভোট কেন্দ্রের দিকে রওয়ানা দেন৷ জানা গেছে, সকাল ১১টা থেকে ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়৷

এদিকে, অমরপুরে বিজেপির দুই পোলিং এজেন্টকে পুলিশ আটক করেছে৷ এই ঘটনায় অমরপুর বাজারে অবরোধে বসেন বিজেপি কর্মীরা৷ ঘটনাস্থলে অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার পৌঁছলে তাঁদের সাথে বাকবিতণ্ডা হয় বিজেপি কর্মীদের৷ বিজেপির অভিযোগ, বিনা অপরাধে দলীয় পোলিং এজেন্টদের বুথ থেকে ধরে নিয়ে গেছে পুলিশ৷ তাছাড়া, অযথা অমরপুর বাজারে আতঙ্ক তৈরি করছে পুলিশ৷ বিজেপি কর্মীদের বক্তব্য, সাইরেন বাজিয়ে বাজারের মধ্য দিয়ে পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে৷ ব্যবসায়ীদের দোকান বন্ধ করার নির্দেশ দিচ্ছে তাঁরা৷ পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্বেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে পুলিশ৷

বিজেপি কর্মীদের অভিযোগ খণ্ডন করে গোমতি জেলার অতিরিক্ত জেলাশাসক বলেন, একটি বুথে একজন পোলিং এজেন্ট থাকার নিয়ম৷ কিন্তু, বিজেপির দুই পোলিং এজেন্ট ছিলেন৷ একজন বুথের ভেতরে অপরজন বুথের বাইরে দাঁড়িয়েছিলেন৷ নিয়ম অনুযায়ী বুথের কাছাকাছি রাজনৈতিক দলের কোনও কর্মী কিংবা সদস্য থাকতে পারেন না৷ তাই বুথের বাইরে দাঁড়ানো পোলিং এজেন্টকে সরে যেতে বললে তাঁরা ঝামেলা করলে পুলিশ তাঁদের আটক করেছে৷

খোয়াইয় আজ ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সিপিএম কর্মী সুবীর মিঞাকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা পিটিয়েছে৷ তাঁকে আহত অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন সুবীর মিঞা৷

এদিকে, সাব্রুমের হরিণা এলাকায় জনৈক গৃহস্থের বাড়িতে ঢুকে আধাসামরিক বাহিনীর জওয়ানরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে৷

আক্রান্ত বাড়ির লোকদের বক্তব্য, মঙ্গলবার সকালে বাড়ির সবাই যখন ভোট দিতে ভোটকেন্দ্রের উদ্দেশে যাচ্ছিলেন, ঠিক সে সময় বেশ কিছু আধাসামরিক জওয়ান বাড়িতে প্রবেশ করে লোকজনদের মারধর করতে থাকে৷ শুধু তাই নয়, জওয়ানরা তাঁদের বাড়ির জিনিসপত্রও ভাঙচুর করে৷

জানা গেছে, এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গৃহস্থ বাড়ির লোকজন এবং এলাকার বাসিন্দারা৷ তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে৷ এভাবে নিরাপত্তা কর্মীদের হামলার ঘটনায় সকল স্তরের মানুষ নিন্দা জানিয়েছেন৷

এদিকে, সাব্রুমের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে এলাকার পুলিশ, এমন অভিযোগ বিজেপির কর্মীদের৷ তাঁদের অভিযোগ, থানার এসআই জনৈক প্রকাশ দেব ও পঙ্কজ ভৌমিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিজেপি সমর্থিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে৷ এলাকার বিজেপি কর্মীরা জানান, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সবিতা ভৌমিককে মারধর করেছে পুলিশ৷ তাঁরা আরও জানান, কেন্দ্রীয় বাহিনীর মারে গুরুতর জখম হয়েছেন বিজেপির কর্মীরা৷ তবে কী কারণে ওই গৃহস্থের বাড়িতে আধাসেনার জওয়ানরা হামলা চালিয়েছে সে ব্যাপারে কোনও স্পষ্টীকরণ পাওয়া যায়নি থানা বা সংশ্লিষ্ট বাহিনীর কাছ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *