BRAKING NEWS

এটিটিএফ সুপ্রিমোর সাথে কংগ্রেস সভাপতির বৈঠক নিয়ে সওয়াল বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এবং জঙ্গী সংগঠন টাইগার ফোর্সের জামিনে মুক্ত সুপ্রিমো রণজিৎ দেববর্মার বৈঠক নিয়ে জোর সওয়াল করল বিজেপি৷ শুধু তাই নয় বিজেপির তরফ থেকে প্রশ্ণ রাাখা হয়েছে জঙ্গী নেতা রণজিৎ দেববর্মা যে দর্শন নীতি আদর্শে বিশ্বাসী তা প্রদ্যুৎ কিশোর সমর্থন করেন কিনা? বিজেপির দাবি, রণজিৎ দেববর্মা যদি আত্মসমর্পণ করে সাধারণ জীবনে ফিরে আসতেন তাহলে বলার কিছু ছিলনা৷ কিন্তু তিনি বাংলাদেশ থেকে তাড়া খেয়ে ভারতে এসে আটক হয়েছেন৷ এখন জামিনে মুক্ত আছেন৷ যিনি সিপিএম করতেন৷ সিপিএমকে সহায়তা করার জন্য এটিটিএফ জঙ্গি গোষ্ঠী গঠন করেন৷

কত খুন, অপহরণ, কত সংসার নষ্ট করার জন্য রণজিৎ দেববর্মা দায়ী তার হিসেবে কেউ রাখে না৷ এই রণজিৎ দেববর্মার সঙ্গে পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর কি ভাবে বৈঠক করলেন তা জানতে চায় বিজেপি৷ বিজেপি মনে করে মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করার চাইতেও এটি একটি সিরিয়াস ইস্যু৷ রণজিৎ বলেছেন, ভবিষ্যতে আবারও খুন সন্ত্রাস করবেন৷ তার এই বক্তব্য পিসিসি সভাপতি সমর্থন করেন কিনা তা জানতে চায় বিজেপি৷ বৃহস্পতিবার দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ণ তোলা হয়৷ সাংবাদিক সম্মেলনে ছিলেন মুখপাত্র ডা. অশোক সিনহা ও নবেন্দু ভট্টাচার্য৷ এদিনের সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, মাতাবাড়ি কেন্দ্রে সিপিএম প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনায় যারা জড়িত তারা সিপিএমেরই কর্মী৷ এটা ক্যাডারদের ক্ষোভের বহিঃপ্রকাশ৷

রাজ্য বিজেপির পক্ষ থেকে বলা হয় তারা খোঁজ নিয়ে জেনেছেন অভিযুক্তরা হলো প্রহ্লাদ দেবনাথ ও রশিদ মিয়া৷ গত বিধানসবা নির্বাচনের আগে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক বিপ্লব ঘোষের গাড়িতে হামলা করেছিল প্রহ্লাদ৷ বর্তমান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বিধানসভা নির্বাচনের আগে ব্যারিকেড করে রেখেছিল রশিদ মিয়া ও তার সাগরেদরা৷ এরা এখনো সিপিএমেই আছে৷ সিপিএম আশ্রিত দুষৃকতীদের দ্বারাই সিপিএমের নেতারা আক্রান্ত হচ্ছেন৷ কোথাও কোনও হামলার ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত নয়৷ নির্বাচন কমিশনকে এসমস্ত বিষয়ে অবগত করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *