BRAKING NEWS

কুমারঘাটে বাইক-বুলেরোর সংঘর্ষে আশঙ্কাজনক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ ঊনকোটি জেলার ওভার ঘাটের কাঞ্চন বাড়ি পঞ্চায়েত অফিসের সামনে একটি বলেরও ও বাইক এর মধ্যে সংঘর্ষে বাইকের চালক গুরুতর আহত হয়েছে৷ আহত বাইক চালক হেমন্ত দেববমাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে কৈলাশহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় কৈলাশহর থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


রাজ্যে যান সন্ত্রাসের মাত্রা ক্রমশই উর্ধমূখী৷আর এই দূর্ঘটনার একমাত্র কারন যান চালকদের অসচেতনতা৷ রাজ্য পুলিশের তরফ থেকে বাইক চালকদের উদ্দেশ্যে মাথায় হেলমেট পরিধান করে বাইক চালানোর বারবার আবেদন করা হলেও পুলিশের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ বাইক চালক দেদার বাইক চালাচ্ছে এবং দূর্ঘটনার শিকার হয়ে প্রানহানির মতো ঘটনাও ঘটছে৷ এমনই একটি ঘটনা ঘটল উনকোটি জেলার কুমারঘাটের পশ্চিম কাঞ্চনবাড়ী পঞ্চায়েত অফিস সংলগ্ণ এলাকায়৷ঘটনার বিবরনেজানা যায় বলেরো গাড়ি ডেমডুম থেকে কাঞ্চনবাড়ীর দিকে যাচ্ছিল৷ উল্টোদিক থেকে আসছিলবাইকটি৷পশ্চিম কাঞ্চনবাড়ী পঞ্চায়েতের কাছাকাছি আসতেই বাইকটি রাস্তার মধ্যে থাকা একটি গর্তে পড়ে গিয়ে গাড়ীতে সজোরে ধাক্কা মারে ৷বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে এবংপাশাপাশি রাস্তার ভগ্ণ দশার ফলেইএই দূর্ঘটনা৷ ঘটনায় আহত হয় বছর ২৮এর বাইক আরোহী হেমন্ত দেববর্মা৷হেলমেট না থাকায় মাথায় প্রচণ্ড আঘাত লাগে তার ৷তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় কাঞ্চনবাড়ী হাসপাতালে৷সেখানে তার অবস্থা বেগতিক দেখে তাকে রেফার করা হয় কৈলাশহর জেলা হাসপাতালে৷ এমনটাই জানান কাঞ্চনবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পূর্নেন্দু রায়৷কৈলাশহর জেলা হাসপাতালে পৌছলে রোগীর অবস্থার আরও অবনতি হয় এবং তাকে স্থানান্তর করা হয় আগরতলার জিবি হাসপাতালে৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফটিকরায় থানার পুলিশ ৷ অভিশপ্ত গাড়ী এবং বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ৷এবিষয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান ফটিকরায় থানা আধিকারিক বিভাষ রঞ্জন দাস৷বাইক চালকের অসচেতনতার দরুনই এই দূর্ঘটনা৷ যান চালকদের ফের সচেতন হবার আহ্বান পুলিশ সহ এলাকার সচেতন মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *