BRAKING NEWS

ছত্তিশগড়ে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, রাজনন্দগাঁওয়ে এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী

রাজনন্দগাঁও (ছত্তিশগড়), ১৯ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী| নিহত মাওবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় রাজনন্দগাঁও জেলার গাটাপার থানার অন্তর্গত (মধ্যপ্রদেশে সীমানা সংলগ্ন) ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘন জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গতিবিধি বুঝতে পারা মাত্রই জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা এলোপাথাড়ি গুলি চালায়| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয়েছে একজন মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র|

উল্লেখ্য, সোমবারই ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার আরানপুর এলাকায় মাওবাদী হামলায় প্রাণ হারান সিআরপিএফ-এর একজন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় আহত হয়েছিলেন ৫ জন জওয়ান| সোমবার বিকেলে আরানপুর এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ ও রাজ্য পুলিশের যৌথবাহিনী| আচমকাই মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরিত হয়| এরপর জওয়ানদের ঘিরে গুলি চালাতে থাকে মাওবাদীরা| মাওবাদী হামলায় পাঁচজন জওয়ান আহত হন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *