BRAKING NEWS

পারিক্করকে শেষশ্রদ্ধা জানাতে গোয়ায় জনপ্লাবন, পানাজি যাচ্ছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

পানাজি, ১৮ মার্চ (হি.স.): দীর্ঘদিন অসুস্থ থাকার পরই রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর| রবিবার গোয়ার রাজধানী পানাজিতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পারিক্কর| গত শুক্রবার বিকেলেই পারিক্করের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এই খবর রটে গিয়েছিল| আর রবিবার সন্ধ্যায় আসে দুঃসংবাদ| ৬৩ বছর বয়সে জীবনাবসান হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের| সোমবার সকালে নিজস্ব বাসভবন থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কার্যালয়ে| সেখানেই পারিক্করকে শেষশ্রদ্ধা জানান বিজেপি কর্মী-সমর্থক ও তাঁর অনুগামীরা| পারিক্করকে ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি| পারিক্করকে শেষশ্রদ্ধা জানাতে গোয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং|

পারিক্করের প্রয়াণে সোমবার গোয়া হাইকোর্ট ও অন্যান্য সমস্ত আদালত বন্ধ রয়েছে| পাশাপাশি গোয়ার সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| গোয়ার মুখ্যমন্ত্রীর মৃতু্যতে সোমবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার| গোয়ায় সোমবার থেকে আগামী ৭ দিন শোক পালন করা হবে| বিজেপি কার্যালয় থেকে কলা অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে পারিক্করের মরদেহ| বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন| মিরামিরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিক্করের শেষকৃত্য সম্পন্ন হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *